কাজিপুরের নিশ্চিন্তপুরের জনসভায় সেলিম রেজা- নেতাকর্মিদের পাশে যিনি থাকেন তিনিই প্রকৃত নেতা


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০২৫, ১০:০৯ অপরাহ্ন / ১০১
কাজিপুরের নিশ্চিন্তপুরের জনসভায় সেলিম রেজা- নেতাকর্মিদের পাশে যিনি থাকেন তিনিই প্রকৃত নেতা

 

এনামুল হক,
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ-

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়ন বিএনপির এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জজিরা মাঠে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন নিশ্চিন্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ। নিশ্চিন্তপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চালকলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। অনুষ্ঠানে তিনি বলেন, যারা দলের জন্য শ্রম দেন, ঘাম ঝরান কেবল তাদেরই দল এবং জনগণ মূল্যায়ণ করবে। নেতাকর্মিদের বিভ্রান্ত না হয়ে দলীয় কর্মকান্ডে অংশ গ্রহণের আহবান জানিয়ে সেলিম রেজা বলেন, ‘অতিীতেও আপনাদের পাশে ছিলাম, ইনশা আল্লাহ আগামীতেও থাকবো। নেতাকর্মিদের পাশে বিপদে আপদে যিনি থাকেন তিনিইতো প্রকৃত নেতা। আগামী দিনে আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে কাজিপুরের সেবা করতে এমপি হিসেবে দল আমাকেই মনোনয়ন দেবেন। আমি অবশ্যই কাজিপুরে রাজনীতিতে সহাবস্থান তৈরি করবো। আমরা আওয়ামী লীগের মতো কাজিপুর চালাবো না।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে সেলিম রেজা বলেন, ‘খলিল-জয়ের কারণে নিজেদের বাড়িতে ঘুমাতে পারি নাই। তারপরও কাজিপুরে বিএনপিকে সংগঠিত রাখতে নেতাকর্মীদের নিয়ে গোপনে উঠোন বৈঠক সহ মোবাইলে সব সময় যোগাযোগ রেখেছি। তাইতো আজ কাজিপুরের বিএনপি সুসংগঠিত।

এ/হ


There is no ads to display, Please add some