এনামুল হক,কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ১০৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি ) সকাল দশটায় বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা । তারা অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোতাহার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান, চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু,বিদ্যালয ব্যবস্থাপনা কমিটির সদস্য রফিকুল ইসলাম, কাজিপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আলহাজ্ব মোঃ মিজানুর রহমান বাবলু, সাবেক ইউপি সদস্য সোলাইমান হোসেন,মাইজবাড়ি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য তোজাম্মেল হক, সাবেক ছাত্র নেতা সানাউল্লাহ সহ এলাকার গনমাণ্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি শিক্ষক শফিকুল ইসলাম । প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেন এর সার্বিক তত্বাবধানে ও শরীর চর্চা শিক্ষক শাহীন হোসেন সার্বিক সহযোগিতায় অন্যান্য সহকারি শিক্ষকরা ক্রীড়া পরিচালনা করেন।
এর আগে সকাল দশটায় জাতীয় পতাকা উত্তোলন ও ক্রীড়া পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা।
এ/হ
আপনার মতামত লিখুন :