এনামুল হকঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সদস্যদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে উপজেলার সোনামুখী সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে, বিকেলে হরিনাথপুরে ও স্থলবাড়িতে পৃথক তিনটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোনামুখীতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দোলা সরকার। সভায় আসন্ন সম্মেলন উপলক্ষ্যে কাজিপুরের প্রতিটি ইউনিয়ন ও উপজেলা কমিটি গঠনের লক্ষে সদস্যফরম বিতরণের পাশাপাশি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্মেলনকে বেগবান করতে নেতাকর্মিদের প্রতি আহবান জানিয়ে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। তিনি বলেন,’কোন ভাবেই যেন আওয়ামী লীগের লোকজন এই ফরম কিনতে না পারে সে দিকে খেয়াল রাখতে হবে। মানুষের যে পরিমাণ উদ্দীপনা দেখছি সোনামুখী ইউনিয়ন থেকে বিএনপির সর্বোচ্চ ভোট উপহার দেয়া হবে। আমরা বিএনপি সবাই এক। দলের মধ্যে কোন বিশৃঙ্খলা তৈরি করা যাবে না।’
সভায় আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নাজমুল হাসান তালুকদার রানা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম, এ্যাডভোকেট রবিউল হাসান। সঞ্চালনা করেন সাবেক যুগ্ন সম্পাদক সা্ইদুল ইসলাম। সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মিগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :