কাজিপুরের ১ কেজি গাঁজা সহ মাদক কারবারি আটক।


প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২২, ১০:৫৯ অপরাহ্ন / ৫২২
কাজিপুরের ১ কেজি গাঁজা সহ মাদক কারবারি আটক।

এনামুল হক কাজিপুর সিরাজগঞ্জপ্রতিনিধি  : সিরাজগঞ্জের কাজিপুরে ১ কেজি গাঁজা সহ এক মাদক কারবারি কে আটক করেছে কাজিপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারি ধুনট উপজেলার চর খুকশিয়া গ্রামের সেখ জালাল উদ্দিনের পুত্র আব্দুল হালিম (৩৫)।

থানা সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে, কাজিপুর উপজেলার ভানুডাঙ্গা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে হালিমকে আটক করে কাজিপুর থানা পুলিশ।এসময় তার নিকট থেকে ১ কেজি গাঁজা পাওয়া যায়।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত (পিপিএম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে হালিমকে আটক করা হয়েছে। সে একজন পেশাদার মাদক কারবারি। আজ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দিয়েতাকে জেল-হেফাজতে পাঠানো হয়েছে।

এ/ হ


There is no ads to display, Please add some