কাজিপুরে অসচ্ছল মেধাবী ২৫ শিক্ষার্থী পেলো মেধাবৃত্তি


প্রকাশের সময় : অগাস্ট ২১, ২০২৪, ৫:১৯ অপরাহ্ন / ৯৩
কাজিপুরে অসচ্ছল মেধাবী ২৫ শিক্ষার্থী পেলো মেধাবৃত্তি

 

এনামুল হক,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের নিম্ন আয়ের ও অসচ্ছল পরিবারের বিভিন্ন শ্রেণীর ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। “এসো হাত বাড়িয়ে দেই” নামের একটি সমাজ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংগঠন এই বৃত্তি প্রদান করে। সংগঠনটির প্রতিষ্ঠাতা শুভগাছা গ্রামের আমেরিকা প্রবাসী সমাজসেবক ফরহাদ হোসেন তালুকদার।
(২১ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের হলরুমে বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষক সাজ্জাদুল ইসলাম তালুকদার। এসময় অবসরপ্রাপ্ত এয়ার কমোডর আল আমীন তালুকদার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম গোলাম রব্বানী,জ্যেষ্ঠ শিক্ষক মাহবুবুর রহমান, পরিচালনা কমিটির সদস্য সোহেল রানাসহ অন্যান্য শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বৃত্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছে ষষ্ঠ শ্রেণীর ৬ জন, সপ্তম শ্রেণীর ৭ জন, ৮ম শ্রেণীর ৬ জন, নবম শ্রেণীর ৬ জন । প্রত্যেকে বছরে দুইবারে মোট ৪ হাজার ৮০০ টাকা পাবে।

এ/হ