কাজিপুরে আধা কেজি গাঁজা ও নগদ টাকা সহ মাদক কারবারি গোলাই মন্ডল আটক


প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২২, ৮:১১ অপরাহ্ন / ৩৮৫
কাজিপুরে আধা কেজি গাঁজা ও নগদ টাকা সহ মাদক কারবারি গোলাই মন্ডল আটক

এনামুল হক (মনি) কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ-

সিরাজগঞ্জের কাজিপুরে গোলাম হোসেন ওরফে গোলাই মন্ডল (৫০) নামের পেশাদার মাদক ব্যবসায়িকে আটক করেছে থানা পুলিশ। তাঁর বাড়ি উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ছালাভরা গ্রামে। গত শুক্রবার সন্ধ্যায় ছালাভরা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার ছালাভরা এলাকায় অভিযান চালায় কাজিপুর থানা পুলিশ। অভিযানকালে মাদক ব্যবসায়ি গোলাই মন্ডলকে তাঁর বাড়ি থেকে আধা কেজি গাঁজা সহ আটক করা হয়। এসময় তাঁর নিকট থেকে গাঁজা বিক্রয়ের নগদ দুই হাজার ২৫০ টাকা ও গাঁজা পরিমাপের একটি ছোট দাঁড়িপাল্লা জব্দ করে পুলিশ।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, পেশাদার গাঁজা ব্যবসায়ি গোলাই মন্ডলকে আমরা খুঁজছিলাম। তাঁকে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দিয়ে শনিবার দুপুরে জেলে পাঠানো হয়েছে।