
ব্যক্তিগত কারণ দেখিয়ে আওয়ামী লীগ থেকে একযোগে পদত্যাগ করেছেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাঁচ নেতা। সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার চালিতাডাঙ্গা মহিলা কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতারা হলেন—চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সোলায়মান হোসেন, সহ-প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, চালিতাডাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, চালিতাডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম এবং উপজেলা কৃষকলীগের সদস্য ও চালিতাডাঙ্গা মহিলা কলেজের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন।
সংবাদ সম্মেলনে লিখিত ঘোষণায় তারা বলেন, “ব্যক্তিগত কারণে এবং ভবিষ্যতের কথা বিবেচনা করে আওয়ামী লীগের পদ থেকে আমরা স্বেচ্ছায় পদত্যাগ করছি। এটি সম্পূর্ণ স্বজ্ঞানে নেওয়া সিদ্ধান্ত। ভবিষ্যতে আমাদের কাউকে যেন আওয়ামী লীগের কোনো দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত না করা হয়।”
পদত্যাগের কারণ নিয়ে তারা বিস্তারিত কিছু না বললেও জানিয়েছেন, এটি কোনো চাপের কারণে নয় বরং সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে ভবিষ্যতে তারা অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন কিনা, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানান আলোচনা চলছে।
আপনার মতামত লিখুন :