কাজিপুরে গরু চুরি মামলার গ্রেপ্তার দুই- একজনের দোষ স্বীকার


প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২২, ৯:৫২ অপরাহ্ন / ৪২৬
কাজিপুরে গরু চুরি মামলার গ্রেপ্তার দুই- একজনের দোষ স্বীকার

 

এনামুল হক কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ গরু চুরির মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে। বুধবার রাতের অভিযানে গ্রেপ্তারকৃত মৃত তমছের আলীর পুত্র মোকলেছুর রহমান(৪৫) এবং মৃত জৃড়ান শেখেরে পুত্র রকিব শেখ(৩৮) কাজিপুর পৌর সভার আলমপুর পশ্চিমপাড়া এলাকা বাসিন্দা। আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ।
কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার জানান, আলমপুর আমার নিজ গ্রামে বেশকিছুদিন যাবৎ গরু চুরির ঘটনা ঘটে চলেছে।এতে প্রায় আট, দশটি গরু চুরি যায়। বিষয়টি নিয়ে থানায় একাধিক মামলাও রয়েছে। কিন্তু কিছুতেই চোরদের ধরা যাচ্ছিল না। অবশেষে থানা পুলিশ দুইজনকে আটক করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলমপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। এরমধ্যে থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোকলেছুর রহমান চুরির কথা স্বীকার করেছেন। এসময় তিনি আরও কয়েকজনের নাম বলেছেন । তদন্তের স্বার্থে এখন নামগুলো প্রকাশ করা যাচ্ছেনা।

এ/হ


There is no ads to display, Please add some