কাজিপুরে চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার


প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৪, ৮:৫৬ পূর্বাহ্ন / ৩৯
কাজিপুরে চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার

এনামুল হক কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ 

সিরাজগঞ্জের কাজিপুরে দশ বছর বয়সী এক শিশু ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। সে স্থাণীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ে। এই ঘটনায় ওই স্কুল ছাত্রীর নানী সোমবার(২৯/৭/২৪) সকালে কাজিপুরের টেংলাহাটা গ্রামের নওসের আলীর স্ত্রী খোদেজা খাতুন বাদী হয়ে থানায়একটি মামলা দায়ের করেছে। কাজিপুর থানা পুলিশ ধর্ষক ফজলুল হক (৫২) কে সোমবার দুপুরে  গ্রেপ্তার করেছে। ফজলুল হক উপজেলার আমন মেহার গ্রামের আজিজুর রহমানের পুত্র।

 কাজিপুর থানায় দেয়া মামলাসূত্রে জানা গেছে, গত ২৩ জুন দুপুরে ওই শিশুটির পিতা-মাতা বাড়ির বাইরে কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে প্রতিবেশী ফজলুল হক শিশুটির বাড়িতে ঢোকে। এক পর্যায়ে গরুর মাংস রান্না করে দেবার কথা  বলে ওই শিশু  শিক্ষার্থীকে নিজ বাড়িতে নিয়ে যায়। এসময় ওই বাড়িতেও কেউ ছিলো না। ফজললুর হক ওই শিশুটিকে জোরপূর্বক বিছানায় ফেলে মুখে কাপড় গুজে দিয়ে ধর্ষণ করে। এরপর এই ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকী দিয়ে ঘর থেকে বের করে দেয়। এদিকে শিশুটির নি¤œাঙ্গে ব্যথা শুরু হলে ফজলুল হক পাশের বাজারে ডাক্তারের নিকট থেকে ওষুধ এনে শিশুটিকে দেয় এবং আবারো ভয়ভীতি দেখায়। এর কিছুদিন পর শিশুটর নানী ও এই মামলার বাদীনি খোদেজা খাতুন বিয়য়টি টের পান।ওই শিশুটিকে চাপ দিতেই সব কথা সে বলে দেয়। এই ঘটনায় প্রথমে স্থাণীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও সে প্রচেষ্টা ব্যর্থ হয়।

 কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত ) আব্দুল মজিদ মামলার বিষয়টি স্বীকার করে জানান, মামলা পেয়েই সোমবার দুপুরে আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা রজু করে তাকে সিরাজগঞ্জ কোর্টে পাঠানো হয়েছে। সেইসাথে ওই শিশুটিকেও ২২ ধারায় জবানবন্দী রেকর্ড করতে ও ডাক্তারি পরীক্ষার জন্যে সিরাজগঞ্জ পাঠানো হয়েছে।