এনামুল হক,কাজিপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে কাজিপুরে চলতি বোরো মৌসুমে সরকার নির্ধারিত মূল্যে ধান সংগ্রহ অনিশ্চিত হয়ে পড়েছে। এতে করে স্থানীয় কৃষকেরা বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে চলেছে। চলতি মৌসুমে সরকারি নির্ধারিত মূল্য ১ হাজার ২৮০ টাকা দরে ৮শ ১৯ মেট্রিক টন ধান সরাসরি কৃষকদের থেকে সংগ্রহের কথা ছিল। গত ১৮ মে স্থানীয় সংসদ সদস্য ধান চাল সংগ্রহ কাজের উদ্বোধন করেন। আগামী ৩০ আগস্টের মধ্যে লক্ষ অর্জনের সময়সীমা বেধে দেয়া হয়।তবে লক্ষ মাত্রার অর্ধেকও পূরণ হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলা এবং ব্যবস্থাপনা কারণেই এমন অবস্থার তৈরি হয়েছে বলে একাধিক কৃষক ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, প্রতিবছর তালিকা অনুযায়ী সংগ্রহ করা হলেও এবার তালিকা নেয়নি কর্তৃপক্ষ। গত সপ্তাহেও ধানের দাম সরকার ণির্ধারিত মূল্যের চেয়ে কম ছিলো। কিন্তু কৃষকের সঠিক তালিকা করে ধান সংগ্রহে গুরুত্ব দেয়া হয়নি। বর্তমান দাম সরকারের বেধে দেয়া দামের চেয়ে বেশি। তাই কৃষক গুদামে ধান বিক্রি করছেন না। তাদের দাবী যখন বাজারের চেয়ে সরকারের বেধে দেয়া দাম বেশি ছিলো তখন তারা গুদামে ধান বিক্রি করতে পারেননি। কম দামে খুচরা বিক্রি করেছেন। গান্ধাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন জানান, আমাদের থেকে কোন কৃষকের তালিকা নেয়নি খাদ্য বা গুদাম কর্মকর্তা।ফলে কৃষক ধানও দিতে পারেননি।
উপজেলা গুদাম কর্মকর্তা পলাশ কুমার সুত্রধর জানান, এবার আসলে আগে আসলে আগে পাবেন বিভিত্তে ধান সংগ্রহ শুরু হয়। এছাড়া উপজেলা কৃষি অফিস থেকে হালনাগাদ তালিকা পাওয়া যায়নি। আরও কিছু সমস্যাও ছিলো। তবে সমস্যা কেটে গেছে ।এখন সংগ্রহ অভিযান চলবে।
কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, শুরুতে খাদ্য অফিস আমাদের নিকটে তালিকা চায়নি। পরে অবশ্য ১৬ হাজার কৃষকের একটি তালিকা তারা নিয়েছে।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন বলেন, আমি খাদ্য এবং গুদাম কর্মকর্তাকে ডেকে বলেছি, দ্রুততম সময়ের মধ্যে লক্ষ অর্জনে ব্যবস্থা নিতে।
এ/হ
আপনার মতামত লিখুন :