[gtranslate]

কাজিপুরে জাতীয় সমবায় দিবসের র‌্যালি ও আলোচনা


প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৫, ২:৩৬ অপরাহ্ন / ৬৯
কাজিপুরে জাতীয় সমবায় দিবসের  র‌্যালি ও আলোচনা

এনামুল হকঃ স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের কাজিপুরে  ৫৪ তম জাতীয় সমবায় দিবস  উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাজিপুর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে “সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যে শনিবার সকাল দশটায় পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাজিপুর উপজেলা সমবায় অফিসার খালেদুজ্জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  সহকারি কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, কাজিপুর থানার ওসি তদন্ত আবু সাঈদ। সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন লক্ষীপুর মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি আমজাদ হোসেন। এর আগে এক র‌্যালি উপজেলা শহর প্রদক্ষিণ করে।

এ/জে