কাজিপুরে ড্রেন ভেঙ্গে ফেলায় সেচ নিয়ে বিপাকে ৩৩ জন কৃষক


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০২৫, ৫:৫৪ অপরাহ্ন / ৩৯
কাজিপুরে ড্রেন ভেঙ্গে ফেলায় সেচ নিয়ে বিপাকে ৩৩ জন কৃষক

 

এনামুল হক,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে সেচের জন্যে নির্মিত মাটির ড্রেন ভেঙে ফেলায় সেচ নিয়ে বিপাকে পড়েছেন ৩৩ জন কৃষক। গত রবিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার পারুলকান্দি গ্রামের দক্ষিণ পাশে অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতায় নেয়া ছোহরাব হোসেনের একটি অগভীর নলকূপের এই ড্রেন ভেঙ্গে ফেলেছে একই গ্রামের মিজানুর রহমান সুইট ও তার লোকজন। এ বিষয়ে ওইদিন বিকেলে ভুক্তভোগী ছোহরাব হোসেন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে কাজিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগসূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-২ কাজিপুর জোনাল অফিসের আওতায় একটি অগভীর সেচপাম্প বসিয়ে সেচকাজ চালিয়ে আসছেন পারুলকান্দি গ্রামের মৃত আজাহার আলীর পুত্র ছোহরাব হোসেন আমজাদ(৫৫)। গত রবিবার ভোরে সেচপাম্প চালু করে তিনি জমিতে পানিসেচ দিচ্ছিলেন। এরই এক পর্যায়ে বেলা সাড়ে এগারোটায় মিজানুর রহমান সুইটের নেতৃত্বে একই গ্রামের আমিনুল ইসলাম মুক্তা, ৫০), শামীম সোনার(৪৫), শাহিন(৪০),আব্দুস সামাদ মন্ডল(৬০) ও চরনাটাবাড়ি গ্রামের হীরা(২০) লোহার রড, কোদাল, শাবল নিয়ে এসে সেচের ড্রেন ভেঙ্গে ফেলে। অবস্থা বেগতিক দেখে এসময় দূরে দাঁড়িয়েছিলেন অভিযোগকারী ছোহরাব হোসেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে এসময় তারা সেচঘরের বেড়াসহ ঘরের বৈদ্যুতিক সংযোগের জিনিসপত্র ভাংচুর করেছে। এতে করে দশ হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এদিকে ড্রেন না থাকায় ৩৩ জন কৃষকের ২৮ বিঘা জমির বোরো ধানের জমিতে সেচ বন্ধ রয়েছে।
এ বিষয়ে মিজানুর রহমান ওরফে সুইট বলেন, পারিবারিক বিরোধের কারণে ওই স্কিমের আওতায় আমার ৮ বিঘা জমিতে সেচ দিচ্ছেন না ছোহরাব। সেচের পুরো ড্রেন আমার জমির মধ্যে দিয়ে প্রবাহিত।আমিও অভিযোগ করে কোন প্রতিকার না পেয়ে ড্রেন ভেঙ্গেছি। আমার জমিতে সেচ দিলেই ড্রেন নির্মাণ করে দেবো।
কাজিপুর থানার ওসি তদন্ত লাল মিয়া জানান, অভিযোগের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এ/হ


There is no ads to display, Please add some