কাজিপুরের ঢেকুরিয়া বাজারে রেকর্ডিং স্টৃডিওর উদ্বোধন


প্রকাশের সময় : জুলাই ১, ২০২৪, ৮:০০ অপরাহ্ন / ১৩০
কাজিপুরের ঢেকুরিয়া বাজারে রেকর্ডিং স্টৃডিওর উদ্বোধন

এনামুল হক,কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুরে গান রেকর্ডিং এর জন্যে অপূর্ব মাল্টি মিডিয়া স্টুডিওর উদ্বোধন করা হয়েছে। ২৬ জুন রাতে উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী ঢেকুরিয়া বাজারে এই রেকর্ডিং স্টুডিওর উদ্বোধন করেন ইউপি সদস্য আব্দুস সালাম। মুঠোফোনে শুভকামনা জানিয়েছেন সহকারি অধ্যাপক ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী আবদুল জলিল।

উদ্বোধনী অনুষ্ঠানে তারা বলেন. দীর্ঘ ১৭ বছর যাবৎ এই পথে পরিশ্রম করে গেছেন এই স্টুডিওর মালিক জুহুরুল ইসলাম ওরফে মনপুরা সাগর। আজ সেই পথ বেয়েই আসলো সাফল্য। যার চূড়ান্ত পরিনতি হলো এই স্টুডিও। বিশেষ করে গ্রামাঞ্চলের যেসব প্রতিভা প্রচারের অভাবে ঝরে যাচ্ছে তারা এই স্টুডিওকে ঘিরে নতুন করে শিল্পী হবার স্বপ্ন দেখতেই পারেন বলে বক্তারা জানান।

স্টুডিও মালিক মনপুরা সাগর বলেন, অনেক বছর ধরে আমি বিয়ে জন্মদিন, শর্টফিল্ম, মিউজিক ভিডিওসহ নানা প্রকার ডকুমেন্টেশনের কাজ করে গেছি। এই পর্যায়ে এসে ইউটিউবারদের জন্যে একটি রেকর্ডিং স্টুডিও করা হলো। আশা করি সৃজনশীল ও মৌলিক গান এই প্লাটফর্ম থেকে শ্রোতাদের উপহার দিতে পারবো।
এসময় উপস্থিত ছিলেন সোহেল রানা মিঠু, মাহবুব লিটন, নাদিম প্রমূখ।
অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন মাহবুব, মিলন সরকার ও তরিকুল। প্রথমদিন শিল্পী জৃলেখা সরকার ও শারমিন আকতার সঙ্গীত পরিবেশন করেন।
এ/হ