কাজিপুরে নানা আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালন


প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২২, ৬:৩৬ অপরাহ্ন / ৫৪০
কাজিপুরে নানা আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালন

 

মোঃশফিকুল ইসলাম কাজিপুর প্রতিনিধিঃ

“মানব মর্যাদা,স্বাধীনতা আর ন্যারপরায়নতা দাঁড়াবো সকলেই অধিকারের সুরক্ষায়” এ প্রাতিপাদ্য কে সামনে রেখে সিরাজজগঞ্জের কাজিপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস।

 

১০ ডিসেম্বর শনিবার সকালে দিবসটি উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কাজিপুর উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কমিটির সদস্যবৃন্দ,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ,মুক্তিযোদ্ধাগন,সুশীল সমাজের প্রতিনিধি,এনজিও প্রতিনিধিসহ নানা পেশাজীবি মানুষ।

পরে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগতিক বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কাজিপুর উপজেলা শাখার সভাপতি রবিউল আউয়াল তালুকদার। কমিটির অর্থ সম্পাদক লালন সরকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কাজিপুর এর প্রধান উপদেষ্টা কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ এর উপাধ্যক্ষ রেজাউল করিম।বক্তারা বলেন,
মানবাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ভুক্তভোগীদের প্রতিকার পাওয়ার পথ সুগম করতে জাতীয় মানবাধিকার কমিশনসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি মানবাধিকার সংগঠন গুলো আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

বক্তারা উল্লেখ করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সকল মানবাধিকারের নিশ্চয়তা প্রদান করা হয়। সেই লক্ষ্যে সকলকে এক সাথে কাজ করে যেতে হবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন
কাজিপুর থানা অফিসার ইনচার্জ তদন্ত হাসিবুল্লাহ, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার , সহ বিভিন্ন দপ্তরেরকর্মকর্তাবৃন্দ, কমিটির উপদেষ্টা আলহাজ্ব ফজলুল হক, ফেরদৌস আলম, সহ সভাপতি আব্দুল লতিফ ,সাজেদুল করিম,আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক নুরে মোমিন , বীর মুক্তি যোদ্ধা আব্দুস সালাম সহ অন্যান্য সদস্য বৃন্দ , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধি ,এনজিও প্রতিনিধিসহ নানা পেশাজীবি মানুষ।