কাজিপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুলাই ২, ২০২৪, ৪:৫০ অপরাহ্ন / ৯২
কাজিপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

এনামুল হক,কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২ জুলাই দুপুরে কাজিপুর উপজেলা পরিষদ খেলার মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় বঙ্গবন্ধু ফুটবলে কাচিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে নাটুয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে এবং বঙ্গমাতা ফুটবলে কবিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় দল নাটুয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

চ্যাম্পিয়ন দল জেলা পর্যায়ের খেলায় অংশ নেবে। দুপুরে এই খেলার উদ্বোধন করেন সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। এসময় কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান সেলিম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা হক, কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, সহকারি শিক্ষা অফিসার আবু সাইদ, আবু জোবায়ের, জহুরা তহুরসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

এ/হ


There is no ads to display, Please add some