কাজিপুরে বানভাসী মনসুরনগরের দুইশ পরিবার পেলেন চিড়া ও গুড়


প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৪, ৮:১৪ অপরাহ্ন / ৯৫
কাজিপুরে বানভাসী মনসুরনগরের দুইশ পরিবার পেলেন চিড়া ও গুড়

এনামু্ল হক,কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের দুইশ বানভাসী পরিবার ত্রাণ হিসেবে পেলেন চিড়া ও গুড়। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত নৌকাযোগে এই চিড়া ও গুড় পৌঁছে দেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

এসময় তিনি বলেন, কাজিপুরের বানভাসী মানুষের জন্যে বর্তমান সরকার সম্ভব সব কিছুই করছেন। এরইমধ্যে আমরা বন্যার্তদের জন্যে নগদ এক লাখ টাকা ও তিরিশ মেট্রিক টন চাল পেয়েছি। এগুলো বানভাসীদের মাঝে বিতরণ করার জন্যে প্রতিটি ইউনিয়নে তালিকা করে দেয়া হয়েছে।

এসময় মনসুরনগর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেকাতর্মিরা বিভিন্ন পয়েন্টে বিতরণকাজে অংশ নেনন।

এ/হ


There is no ads to display, Please add some