মোঃশফিকুল ইসলাম কাজিপুর প্রতিনিধি :
‘হাতের পরিছন্নতায় এসো সবে এক হই’ প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় স্যানিটেশন মাস২০২২ ও বিশ্ব হাত ধোঁয়া দিবস- উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
হয়েছে। এ উপলক্ষে বুধবার ১৯ অক্টোবর সকালে কাজিপুর উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আহসান হাবিব এর নেতৃত্বে একটি র্যালি উপজেলা কার্যালয় চত্বর থেকে বের হয়ে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে উপজেলা পরিষদ কার্যালয়ে এসে সমবেত হয়।
এতে অংশ নেয় উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত,উপজেলা প্রকৌশলী মুহাম্মদ জাকির হোসেন,সমাজ সেবা অফিসার আলাউদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা সহ জনপ্রতিনিধিবৃন্দ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।
আপনার মতামত লিখুন :