এনামুল হক মনি, কাজিপুর প্রতিনিধিঃ : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চলমান নানা সমস্যা এবং সমাধানকল্পে নিয়মিত বৈঠকের অংশ হিসেবে নভেম্বর মাসে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার।
আলোচনা সভায় কাজিপুরের আইন শৃঙ্খলা বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শ্যামল কুমার দত্ত,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন মাস্টার, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন, শাহজাহান আলী, আব্দুর রাজ্জাক রাজমহর, খায়রুল কবির, হারুন অর রশিদ প্রমুখ।
এসময়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলায় কর্মরত বিভিন্ন সরকরি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় বিশেষভাবে সিরাজগঞ্জ-কাজিপুর সড়ক, কাজিপুর-শেরপুর -ধুনট সড়কের নির্মাণ কাজ দ্রুত শেষ করতে তাগিদ দেয়ার বিষয়ে আলোচনা হয়।
এছাড়া মাদক, বাল্যবিয়ে, মোটরসাইকেল ছিনতাইচক্র ও সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় চিহ্নিত সমস্যাগুলোর বিষয়ে থানার অফিসার ইন চার্জ দ্রুত তা সমাদাধানের বিষয়ে পদক্ষেপে নেবার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় তিনি অন্য যেকোন সময়ের চেয়ে কাজিপুরের আইন শৃঙ্খলা ভালো আছে বলে উল্লেখ করেন।
এছাড়া সভায় সোনামুখী ভানুডাঙ্গা-সড়কের নিম্মমানের কাজ করায় ক্ষোভ প্রকাশ ও নিশ্চিন্তপুর ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধ ও সংঘর্ষের বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। # ছবি আছে
এ/ মনি ২১
আপনার মতামত লিখুন :