এনামুল হক (মনি) কাজিপুর প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুরে মোহাম্মদ নাসিম স্মৃতি প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর (সোমবার) বিকেলে বিয়াড়া ফুটবল একাডেমির আয়োজনে বিয়াড়া নূরনবী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে উদ্বোধনের মধ্যে দিয়ে অনুষ্ঠানিকতা শুরু হয় । উদ্বোধনী ম্যাচে নূরনবী স্পোর্টিং ক্লাব বনাম সিয়াম স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করেন। প্রধান অতিথি করা হয় মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়
সিরাজগঞ্জ-১ কাজিপুর
বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ও উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার, মোহাম্মদ নাসিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি তাছির উদ্দিন (তাছু), যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম, পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম কুড়ান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি খেলায়েত-উল শাওন, সদর ইউপি সদস্য শামিম প্রমুখ।
৭ নভেম্বর উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হওয়া ১০ টি স্পোর্টিং ক্লাবের অংশগ্রহণে ২১ নভেম্বর ফায়নাল খেলার মধ্যে দিয়ে শেষ হবে। #ছবি আছে
এ/ মনি ২১
আপনার মতামত লিখুন :