কাজিপুরে যুবদল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ


প্রকাশের সময় : মার্চ ১৩, ২০২৫, ৪:২৩ অপরাহ্ন / ৩০
কাজিপুরে যুবদল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গার এক যুবদল নেতার বাড়িতে কে বা কারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে বলে দাবী করেছেন আব্দুল মান্নান নামের এক নেতা। তিনি চালিতাডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। এর আগে তিনি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ ছিলেন। সরেজমিন বৃহস্পতিবার দুপুরে গেলে আব্দুল মান্নান জানান, গত ১১ মার্চ রাতে সন্ত্রাসীরা আমার বাড়িতে প্রবেশ করে ককটেলের বিস্ফোরণ ঘটনায়। এরপর মুখোশ পরা কয়েকজন আমার ঘরে ঢুকে নগদ তিনলক্ষ চল্লিশ কাজার টাকা নিয়ে হুমকী ধামকি দিয়ে চলে যায়। এসময় স্থানীয় লোকজন তাদের ধাওয়া দেয়। এই ঘটনা কাজিপুর থানা পুলিশকে তিনি অবগত করেছেন জানিয়ে মান্নান বলেন, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, বিষয়টি শুনেছি। তবে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


There is no ads to display, Please add some