কাজিপুরে রাস্তায় ধানের চারা রোপন করে  আশ্রয়ণবাসীর প্রতিবাদ


প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৪, ৮:১৫ অপরাহ্ন / ৯৫
কাজিপুরে রাস্তায় ধানের চারা রোপন করে  আশ্রয়ণবাসীর প্রতিবাদ

এনামুল হক,কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ  সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পূর্ব সোনামুখী আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারি মানুষেরা বৃষ্টির কারণে চলাচলের অযোগ্য কর্দমাক্ত রাস্তায় ধানের চারা রোপন করে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন।  গত সোমবার বিকেলে তারা  ওই পথে কাদার মধ্যে ধানের চারা রোপন করেছেন।

 সরেজমিন গেলে ওই আশ্রয়ণ প্রকল্পের  ৪৬ টি পরিবারের প্রায় কয়েকশ মানুষ চলাচলের ভোগান্তির কথা তুলে ধরেন। 

  আশ্রয়নের বাসিন্দা নয়ন মিয়া জানান, শেখ হাসিনা আমাগোর ঘর দিয়া থাইকবার দিছে। এহন রাস্তা না পাইলে তো কষ্ট থেকেই গেলো। কৃষক ছাত্তার  ও ভ্যানচালক আব্দুর রশিদ জানান,  আমাগোর(আমাদের) বাইরে যাবার এই পথটি বৃষ্টি হলেই (প্যাক) কাদা জমে যায়। রিক্সা-ভ্যান-সাইকেল কিছুই বের করা যায় না। এমনকি পায়ে হেঁটে যেতেও অনেক কষ্ট। সরকার আমাগোর এই রাস্তাটি পাকা করে দিক এই দাবী জানাচ্ছি।  আশ্রয়ণের রাস্তার পাশের দোকানী পিয়ারা ও মোমেনা জানান, বিষটি হলি পারে আমাগোরে দোকান বন্ধ হয়া যায়। কেউ কাদা  মাড়িয়ে আসতে চায়না। তাই আমরা চাই শিগগিরই রাস্তাটি পাকা করা হোক। 

 সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান জানান, ওই রাস্তাটির মেরামত হওয়া একেবারে জরুরি। কিন্তু ইউনিয়ন পরিষদে বরাদ্দ নেই বিধায় করা যাচ্ছে না। 

 কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে রাস্তা চলাচলের উপযোগী করার ব্যবস্থা নেয়া হবে।

এ/হ