[gtranslate]

কাজিপুরে শারদীয় দুর্গোৎসবের মন্ডপগুলো পরিদর্শন করলেন ইউএনও


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৫, ৮:৪২ অপরাহ্ন / ৬৫
কাজিপুরে শারদীয় দুর্গোৎসবের মন্ডপগুলো পরিদর্শন করলেন ইউএনও

স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা নিবাহী অফিসার(ভারপ্রাপ্ত) নাঈমা জাহান সুমাইয়া উপজেলার ২১ টি শারদীয় দুর্গোৎসবের মন্ডপগুলো পরিদর্শন করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি উপজেলার সোনামুখী শিখা সার্বজনীন দুর্গা মন্দির, সোনামুখী সাহাপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, ভানুডাঙ্গা ঘোষপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, ভানাডাঙ্গা বুপেন্দ্রনাথঘোষ স্মৃতি দুর্গা মন্দিরগুলো ঘুরে দেখেন। এসময় তিনি মন্দিরগুলোতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার ও মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদকদের সাথে আলাদাভাবে কথা বলেন। নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে এবারে সনাতনী ভক্তগণ পূজা করতে পেরে তারা মহাখুশি। পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা কমিটির সভাপতি সমির দেব খোকন জানান, আমরা উপজেলা প্রশাসনের প্রতি খুবই খুশি। সবকিছু সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোন সমস্যা হচ্ছে না।

ইউএনও বলেন, দেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা কাজিপুরে এবার সর্বাধিক ২১ টি মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে।পূজারীগণ আনন্দমুখর পরিবেশে তাদের ধর্মাচার পালন করছেন।আমরা মন্দিরগুলোকে নজরদারীতে রেখেছি।পূজামন্ডপ পরিদর্শনকালে ইউএনওর সাথে ছিলেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম।

এর পূর্বে ষষ্ঠীপূজার সন্ধ্যায় কাজিপুরের চারটি পুজা মন্দির পরিদর্শন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার ফারুক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রোজিনা আক্তার, জেলা আনসার ভিডিপি অফিসার চন্দন দেবনাথ বিভিএম প্রমূখ।

এ/জে