কাজিপুরে সাংবাদিক এনামুল হক এর মেয়ে উম্মেহানী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে


প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৫, ২:৫০ অপরাহ্ন / ১১৬
কাজিপুরে সাংবাদিক এনামুল হক এর মেয়ে উম্মেহানী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

স্টাফ রিপোর্টারঃ জাতীয় দৈনিক আজকের জনবাণী পত্রিকার কাজিপুর প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল ব-দ্বীপ বাংলাদেশের বার্তা সম্পাদক এনামুল হকের একমাত্র কন্যা উম্মে হানী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। গত মঙ্গলবার ঘোষিত বাংলাদেশ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন আয়োজিত দ্বিতীয় শ্রেণির পরীক্ষায় সে সোনামুখী পাইলট কিন্ডারগার্টেন থেকে অংশ নিয়েছিলো।

উম্মে হানী এবছর এরইমধ্যে সবুর মাওলানা স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিয়েও বৃত্তিলাভ করেছে। কন্যার সাফল্যের পথ আরও বেগবান করতে সবার দোয়া চেয়েছেন উম্মে হানীর পিতা সাংবাদিক ও বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক ও মাতা নুসরাত জাহান ।


There is no ads to display, Please add some