এনামুল হক কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ ঘন কুয়াশায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষার্থীদের বহনকারী নৌকাটি দিকভুলে যমুনায় প্রায় আড়াই ঘন্টা যাবৎ ঘুরছিলো। কিন্তু কূলের দেখা পাচ্ছিল না। এদিকে সময়ও গড়িয়ে যাচ্ছিল। পরে নৌকায় থাকা এক শিক্ষক ফোনে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান। তখনই ফায়ার সার্ভিসের একটি দল যমুনার ঘাটে গিয়ে সাইরেন বাজিয়ে দিকের নির্দেশনা দেয়। আর তিনঘন্টা পরে নৌকাটি ঘাটে পৌঁছায়। এতে করে স্বস্তি ফিরে আসে নৌকায় থাকা পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে। আজ শুক্রবার এমন ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের কাজিপুরে।
উপজেলা শিক্ষা অফিসসূত্রে জানা গেছে, শুক্রবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় কাজিপুরে দুইটি কেন্দ্রে মোট এক হাজার দুইশ ছাব্বিশজন পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে মেঘাই ইইউআই উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৪৭ জন পরীক্ষার্থী বহনকারী একটি নৌকা চরের নাটুয়ারপাড়া ঘাট থেকে কাজিপুরের মেঘাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ঘন কূয়াশার কারণে ওই পরীক্ষার্থীদের বহনকারী নৌকা দিক হারিয়ে ফেলে। খবর পেয়ে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার কাজিপুর থানার ওসি তদন্ত মোহাম্মদ হাসিবুল্লাহ, শিক্ষা অফিসার হাবিবুর রহমানকে নিয়ে যমুনার মেঘাই ঘাটে যান। এসময় কাজিপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইনচার্জ মেহেরুল ইসলামের নেতৃত্বে একটি দল সাইরেন বাজিয়ে ও আলো ফেলে দিকভ্রান্ত ওই নৌকার উদ্দেশ্যে সংকেত পাঠান। পরে সকাল সাড়ে দশটায় শিক্ষার্থীদের বহনকারী নৌকাটি ঘাটে পৌঁছায়। থানা পুলিশ দ্রুত ওই শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন।
ওই নৌকায় থাকা এক শিক্ষার্থীর অভিভাবক জানান, যমুনা পার হতে দেয়া ঘন্টা সময় লাগে। আমরা সকাল সাতটায় নৌকায় রওনা দিছি। কিন্তু কূয়াশায় দিক হারায়ে ফেলি। পরে সাইরেন শুইনা দিকের দিশা পাই।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সুরকার জানান, নাটুয়ারপাড়া থেকে মেঘাই প্রায় আট কিলোমিটার যমুনায় এখন অনেক চর জেগেছে। এরমাঝে ঘন বিরূপ আবহাওয়ায় নৌকা পথ ভুল করে। অবশেষে আমরা শিক্ষার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রে পাঠাতে পেরেছি।
এ/হ
আপনার মতামত লিখুন :