কাজিপুরে-সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


প্রকাশের সময় : মার্চ ১১, ২০২৫, ৯:৩৪ পূর্বাহ্ন / ৭৯১
কাজিপুরে-সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

এনামুল হক/ নাবিউর রহমান চয়নঃ সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের দুবলাই নামক স্থানের রাস্তার পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কাজিপুর থানা পুলিশ। স্থানীয়দের নিকট থেকে খবর পেয়ে আজ(১১ মার্চ) সকাল সাতটায় রাস্তার নির্জন জায়গা থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের হাত. পা ও মুখ মোটা কস্টেপ দ্বারা প্যাচানো ছিলো।গলায় মাফলার প্যাচানো ছিলো। বয়স অনুমাণ ৫৫ থেকে ৫৭ বছর। পরনে ছিলো লুঙ্গি ও খয়েরি টিশার্ট। তার উপরে ছিলো সোয়েটার। কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, লাশের পরিচয় জানা যায়নি।ধারণা করা হচ্ছে অন্য জায়গা থেকে এসে নির্জন স্থান পেয়ে গাড়ি থেকে এখানে ফেলে গেছে। ময়না তদন্তের জন্যে লাশ সিরাজগঞ্জ পাঠানো হয়েছে। লাশের পরিচয় সনাক্তের কাজ চলছে।


There is no ads to display, Please add some