কাজিরহাট স্বপ্নকুঁড়ি ছাত্র ও যুব কল্যান সংস্থার উদ্যোগে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ


প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২২, ১১:০২ পূর্বাহ্ন / ৪৫৭
কাজিরহাট স্বপ্নকুঁড়ি ছাত্র ও যুব কল্যান সংস্থার উদ্যোগে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

 

শহিদুল ইসলাম, ফেনী

ফেনীর সোনাগাজীর কাজিরহাট স্বপ্নকুঁড়ি ছাত্র ও যুব কল্যান সংস্থার উদ্যোগে সিরাতুন্নবী (সঃ) উপলক্ষে কুইজ ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার (১৯ নভেম্বর) সকালে কাজিরহাট পশ্চিম বাজারে অনুষ্ঠিত হয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ২ নং বগাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, ইউপি সদস্য রফিকুল আলম, কাজিরহাট বনিক সমিতির সাবেক সভাপতি জসিম উদ্দিন, বনিক সমিতির বর্তমান সভাপতি ফয়েজ আহমেদ নিশু, সাধারণ সম্পাদক শওকত উল্লাহ শামীম, কাজিরহাট মডেল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিন, চরলক্ষ্মীগন্জ ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আবদুল হাই আনোয়ারি,

সাবেক ইউপি সদস্য ইছহাক দুলাল, বাগিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তাহের।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদিন, অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার সভাপতি সাইফুল ইসলাম।
একসময় সংস্থার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মুরাদ সহ অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।