কালিয়ায় মৃত স্বজনকে দেখতে গিয়ে নৌকা ডুবিতে প্রান হারালো মা ও ছেলে।


প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২২, ১১:০৩ অপরাহ্ন / ৫৯২
কালিয়ায় মৃত স্বজনকে দেখতে গিয়ে নৌকা ডুবিতে প্রান হারালো মা ও ছেলে।

 

মোঃ হাচিবুর রহমান,কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়ায় মৃত স্বজনকে দেখতে গিয়ে নৌকা ডুবিতে প্রান হারালো মা ও ছেলে।

৩০ ডিসেম্বর (শুক্রবার) রাত ৮ টার দিকে বাহিরডাঙ্গা গ্রাম সংলগ্ন নবগঙ্গা নদীতে নৌকা ডুবে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আরো ৮/১০জন নিখোঁজ রয়েছেন বলে জানা যায়।
নিহতরা হলো পার বাহিরডাঙ্গা গ্রামের ইমামুল মন্ডলের মেয়ে ও উপজেলার বাবুপুর গ্রামের আঃ জলিলের স্ত্রী নাজমা বেগম (৩০) ও তার শিশু পূত্র নাসিম(২)।
নিহতের পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিহতের দাদীর মৃত্যুর খবর শুনে পার বাহিরডাঙ্গা গ্রামে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের উদ্ধারে কালিয়া ফায়ার সার্ভিস স্টেশন এর সদস্যরা কাজ করছে বলে জানান, কালিয়া ফায়ার সার্ভিস স্টেশন এর স্টেশন ম্যানেজার আব্দুল হান্নান।