মোঃ হাচিবুর রহমান,কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ
হাজার হাজার মানুষের সরব উপস্থিতিতে নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া – মহাজন ঘাটে স্বপ্নের ফেরী উদ্ভোধন করলেন নড়াইল ১ আসনের এমপি বি,এম কবিরুল হক মুক্তি।
বিজয়ের মাস ১৬ ডিসেম্বর (শুক্রবার) বিকেল ৪ টায় আনন্দমুখর পরিবেশে শান্তির প্রতিক কপোত উড়িয়ে ও লাল ফিতা কেটে উদ্ভোধনী ফলোক উন্মোচন করেন তিনি।
এমপির আগমন উপলক্ষ্যে বড়দিয়া ও মাহাজন পারে রাস্তার দু’পাশে উদ্ভোধনী ফেষ্টুনসহ তোরন ও মঞ্চ নির্মাণ করেন আওয়ামীলীগের নেতাকর্মীরা।
বিকল ৪ টায় এমপি কবিরুলকে ফুল দিয়ে ও পাপড়ি ছিটিয়ে সংবর্ধনা দেন আমজনতা। উদ্ভোধনের খবর পেয়ে নদীর দু’তীরে নামে মানুষের ঢল। কাঙ্খিত স্বপ্ন পুরন হওয়ায় সাধারন মানুষের চোখে দেখা গেছে আনন্দের ছাপ। এ সময় তারা বড়দিয়া মহাজন ঘাটে ব্রীজ নির্মাণের দাবী জানান।
নড়াইল-১ সাংসদ বিএম কবিরুল হক মুক্তি বলেন,
ফেরী চালু হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে উন্নয়ন হয়।এক সময় কারেন্টের তার ছিলো এখন সবার ঘরে ঘরে বিদ্যুৎ।আগামি ২০২৪ সালের নির্বাচনে আওয়ামীগকে ভোট দিয়ে ক্ষমতায় এনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, সওজ এর নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও আফরিন জাহান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খান শামীম রহমান, নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহাসহ এনএসআই ও ডিজিএফআইয়ের কর্মকর্তা বৃন্দ।
আপনার মতামত লিখুন :