কাহালুতে জরায়ুমুখ ক্যান্সারের টিকাদান ক্যাম্পেইন সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন / ৭৭
কাহালুতে জরায়ুমুখ ক্যান্সারের টিকাদান ক্যাম্পেইন সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-

বগুড়ার কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে সোমবার ২১ অক্টোবর দুপুরে স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের সাথে জরায়ু মুখ ক্যান্সারের টিকাদান ক্যাম্পেইন সম্পর্কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নীল রতন দেব।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি।

অন্যান্যদের বক্তব্য রাখেন কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, উপজেলা শিক্ষা অফিসার কাজী জাহাঙ্গীর আলম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রিফাত আখতার খানম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।


There is no ads to display, Please add some