কুষ্টিয়ায় আন্দোলনরত শিক্ষার্থী ও ছাএলীগের সংঘর্ষ ১০জন ছাএলীগ কর্মী আহত


প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৪, ১০:৩৭ অপরাহ্ন / ৯৭
কুষ্টিয়ায় আন্দোলনরত শিক্ষার্থী ও ছাএলীগের সংঘর্ষ ১০জন ছাএলীগ কর্মী আহত

 

হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বিকেল ৫টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগের অন্তত ১০ আহত হয়েছে।

বেশ কয়েকটি মোটর সাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে আন্দোলনকারীরা। কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে।


ঘটনার সুত্রপাতে জানাযায়, বিকেল সাড়ে তিনটার দিকে ব্যাপক পুলিশ পাহাড়ায় কুষ্টিয়ার মজমপুর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর তারা মিছিল করে চৌড়হাস এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। বিকেল ৫টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা মোটর সাইকেল যোগে চৌড়হাস এলাকায় এসে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালাতে গেলে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেয়। এসময় কয়েকটি ককটেলের বিস্ফোরন ঘটিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা বেশকয়েকটি মোটর সাইকেল ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ছাত্রলীগের ফেলে রেখে পালিয়ে যাওয়া ৭টি মোটর সাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয় আন্দোলনকারীরা। বর্তমানে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে।


There is no ads to display, Please add some