
কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের ৯ ঘণ্টা পর রাইসা খাতুন (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পেছনের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর আগে বেলা ১২টার পর থেকে রাইসাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঘটনাটি ঘটেছে উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদিমপুর এলাকায়। রাইসা একই এলাকার আকরাম সরদারের মেয়ে।
পুলিশ বলছে,পা পিছলে ডোবার পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে,গতকাল বুধবার দুপুর ১২টার পর থেকে রাইসাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও তার সন্ধান মেলেনি। পরে রাত ৯টার দিকে বাড়ির পেছনের একটি ডোবায় তার মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা।
পরে পুলিশকে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তবে পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারকে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক বলেন, ‘তদন্ত করে যেটা ধারণা করা হচ্ছে শিশুটি পা পিছলে ডোবার পানিতে পড়ে মারা গেছে। তার শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :