কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের অভিযানে ডাকাত ও বিভিন্ন মামলার ১১ জন আসামি গ্রেপ্তার


প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২২, ৮:৪৫ অপরাহ্ন / ২৭২
কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের অভিযানে ডাকাত ও বিভিন্ন মামলার ১১ জন আসামি গ্রেপ্তার

হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের অভিযানে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গাছেরদিয়াড় উত্তরপাড়া গ্রামের মৃত পটলের ছেলে গোলাম রসুল (৫৫) কে একটি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড শর্ট গানের কার্তুজ সহ আটক করা হয়েছে।

দৌলতপুর থানা পুলিশের এসআই সেলিম ও এসআই সাব্বির সঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান পরিচালনা করে অস্ত্র, ডাকাতি, হত্যা, বিস্ফোরক, মাদক সহ ৫ টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গোলাম রসুল (৫৫)কে রবিবার (২৫ ডিসেম্বর) রাত ১২.৪৫ মিনিটে গাছের দিয়ার এলাকা থেকে ১টি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড শর্ট গানের কার্তুজ সহ আটক হয়েছে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, দীর্ঘদিনের চেষ্টার পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য শীর্ষ সন্ত্রাসী গোলাম রসুল’কে এক টি ওয়ান শুটার গান সহ গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

এছাড়াও থানা পুলিশের পৃথক, পৃথক অভিযানে ৭০০ গ্রাম গাঁজা সহ ৪ জন ও বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী ৫ জন এবং নিয়মিত মামলার ২ জন সহ মোট ১১জন আসামি আটক করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- ১). গোলাম রসুল (৫৫), পিতা- মৃত পটল মন্ডল, সাং- গাছের দিয়ার, ২). বিতান (৪৮), পিতা- মোক্তার, সাং- প্রাগপুর, ৩). মাসুদুজ্জামান ছোটন (২৭), পিতা- মনিরুল ইসলাম, সাং- মহিষকুন্ডি, ৪). মোখলেসুর রহমান (৫২), পিতা- মৃত লেবু মোল্লা, সাং- জয়রামপুর ৫). মোশাররফ হোসেন (৪৫), পিতা- আনারুল ইসলাম, সাং- জয়রামপুর, ৬). মুসা মন্ডল (৪৫), পিতা- ইয়াকুব আলী, জয়রামপুর, ৭). রাকিবুল ইসলাম বশির (৩২), পিতা- বায়েজ মন্ডল, সাং- পাকুরিয়া মন্ডলপাড়া, ৮). মোঃ নাজমুল (২৪), পিতা- নজরুল, সাং- বাহিরমাদি, ৯). তসিকুল ইসলাম (৩২), পিতা- মোঃ আফজাল, সাং- বৈরাগীর চর, ১০). কবিরুল ইসলাম (৪৫), পিতা- আতর আলী, সাং- ইনসাফ নগর, ১১). হীরা খাতুন (৩৮), স্বামী- তাজ উদ্দিন, সাং – বোয়ালিয়া।

এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, মাননীয় খুলনা রেঞ্জ ডিআইজি মহোদয়ের নির্দেশনায় এবং কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ খাইরুল আলমের তত্ত্বাবধানে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ জনাব মজিবুর রহমান নেতৃত্বে দৌলতপুর থানা পুলিশ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, জঙ্গি , সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এই অভিযান অব্যাহত থাকবে।