কুষ্টিয়ায় মানব পাচার চক্রের দুই সদস্য আটক


প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২২, ৫:৪০ অপরাহ্ন / ৪৩১
কুষ্টিয়ায় মানব পাচার চক্রের দুই সদস্য আটক

 

হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় মানব পাচার চক্রের রেজাউল করিম হিমেল (৪০) ও পারভেজ রানা (২৭) নামে দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

আজ সকালের দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মলেন কক্ষে সাংবাদিকদের সাথে প্রেস বিফিংয়ে এসব কথা বলেন পুলিশ সুপার খাইরুল আলম।

আটককৃতরা হলেন দৌলতপুর উপজেলার দৌলতখালী সরদারপাড়া হাবিল সর্দারের ছেলে রেজাউল করিমন হিমেল এবং মাদিয়া তিমোহনী পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে পারভেজ রানা।

তাদেরকে দুইজনকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এর সহযোগিতায় তাদেরকে আটক করা হয়।

এ সময় পুলিশ সুপার খাইরুল আলম বলেন বাংলাদেশ থেকে কম্বোডিয়া দেশে ভাল চাকুরী দিবে মর্মে আশ্বস্ত করে স্থানীয়দের।

তাদের কথায় কিছু স্থানীয়রা তাদের অর্থ সম্পদ বিক্রি করে অভিযুক্তদের সহযোগিতায় কম্বোডিয়া দেশে চলেন যান।

এরপর কম্বোডিয়া থেকে স্থানীয়দেরকে জিম্মি করে অভিযুক্তরা তাদের পাসপোর্ট ভিসা কেড়ে নিয়ে শারীরিক নির্যাতন করে পরিবার স্বজনদের কাছে মুক্তিপণ দাবী করে।

এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দৌলতপুর থানায় স্থানীয়দের একজন অভিভাবক আব্দুস সামাদ তাদের নামে মামলা দায়ের করে বলে তিনি জানান।২৩/১০/২২

এ/ মনি ২১


There is no ads to display, Please add some