কৃষি পরিবার সিরাজগঞ্জ এর মিলন মেলা ও গাছ বিতরণ


প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৪, ৭:৫৮ অপরাহ্ন / ৭৬
কৃষি পরিবার সিরাজগঞ্জ এর মিলন মেলা ও গাছ বিতরণ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-

কৃষি পরিবার সিরাজগঞ্জ এর মিলন মেলা ও গাছ বিতরণ অনুষ্ঠিত হয়। কৃষি পরিবার সিরাজগঞ্জের আয়োজনে, এ অনুষ্ঠানে অতিথিদের সন্মাননা স্মারক প্রদান, ৪০ প্রজাতির ৮’শত গাছ বিতরণ ও রোপণ,  আলোচনা সভা, র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ করা হয়।

শনিবার (১৩ জুলাই) বিকেল তিনটায় সিরাজগঞ্জ  কালেক্টরেট স্কুল এন্ড কলেজে  মিলন মেলা ও গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি  অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ নুসরাত জাহান নিশা, কামারখন্দের উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুম রানা প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং  উদ্বোধন করেন, কৃষি সিরাজগঞ্জের এডমিন  রাসেল রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন,জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা কবি  নূরন্নবী খান জুয়েল। এসময়ে আরও বক্তব্য রাখেন, সুখ পাখির প্রতিষ্ঠাতা মোঃ রজব আলী শেখ, স্মার্ট বয়েজের আসলাম উদ্দিন ভিলেজ ভিশনের বাংলাদেশ শরীফ খন্দকার, বেলকুচি ফেসবুক পেইজের এডমিন আবুল কাশেম, ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম, টুক্কু মুক্তার প্রমুখ।

অনুষ্ঠানে বিতরণকৃত গাছগুলোর মধ্যে ছিলো, এডেনিয়াম, বকুল, পেয়ারা, কয়েতবেল, আঙ্গুর, লেবু, কাঠগোলাপ, স্যাকুলেন, ক্যাকটাস, জল গোলাপ, রক্তজবা, স্নেকপ্লান, রুবিনেকলেক্স, বাগান বিলাস কাটিং, স্টেপলিয়া, রোজ ক্যাকটাস,হরেক রকমের ইনডোর প্লান সহ বিভিন্ন প্রজাতির ছাদে বাগানে লাগানো ক্যাকটাস বিতরণ করা হয়।  এসময়ে কৃষি পরিবার সিরাজগঞ্জ এবং বাগান-বাগানীদের প্রায় ২ শতাধিক গাছ বিতরণ করা হয়।


There is no ads to display, Please add some