মোঃ মনির হোসেন সোহেল,
স্টাফ রিপোর্টার-
চিকিৎসা সেবায় পড়াশোনা করার উদ্দেশ্য সূদুর পাড়ি জমান কাজাখস্তানের কোজিবায়েড ইউনিভার্সিটিতে। অত্যন্ত কৃতিত্বের সাথে এমবিবিএস পরীক্ষায় পাস করে ইতিমধ্যে ইউনিভার্সিটিতে সাড়া জাগিয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের কৃতি সন্তান মোঃ শওকত হোসেন রিয়াদ।
গত বৃহস্পতিবার কাজাখস্তানের কোজিবায়েভ ইউনিভার্সিটি এক জমকালো অনাড়ম্বর অনুষ্ঠানে সদ্য পাস করা এমবিবিএস পরীক্ষায় কৃতিত্বের সাথে একমাত্র বাংলাদেশী বংশোদ্ভূত হিসেবে প্রথম স্থান রেড সার্টিফিকেট অর্জন করেন মোঃ শওকত হোসেন রিয়াদ।
সদ্য এমবিবিএস সার্টিফিকেট অর্জন করা চিকিৎসক মোঃ শওকত হোসেন রিয়াদ উপজেলার বীর মুক্তিযোদ্ধা কাজী দীন মোহাম্মদ লিডারের নাতি, সিংবাহুড়া গ্রামের কৃতি সন্তান মোঃ নাসির উদ্দীন নিসাত ও মরহুমা সাহার বানু দম্পতির এক মাত্র সন্তান। গত আট মাস আগে সাহার বানু পৃথিবীকে বিদায় জানিয়ে পরলোকে গমন করেন। মরহুমা সাহার বানু একমাত্র সন্তানের এমবিবিএস ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন, কিন্তু একমাত্র সন্তান এমবিবিএস ডাক্তার হয়েছেন। নেই শুধু তিনি।
এসময় বাংলাদেশ অবস্থান করা পিতা মোঃ নাসির উদ্দিন নিসাত জানান, আমার সন্তানের এমবিবিএস সার্টিফিকেট অর্জনে আমি ও আমার এলাকাবাসী আনন্দিত ও গর্বিত। আজ আমার সহধর্মিণীকে মনে পড়ছে। আমার সহধর্মিণী মরহুমা সাহার বানুর খুব ইচ্ছে ছিল ছেলে একদিন এমবিবিএস ডাক্তার হবে। আমার ছেলে মায়ের স্বপ্ন পূরণ করছেন। কিন্তু, আজ তিনি পৃথিবীতে নেই। আমি ওনার জান্নাত কামনা করছি। আমি আশা করছি আমার গর্বিত সন্তান দেশ ও জাতীর কল্যানে নিজেকে নিয়োজিত রাখবেন।
উল্লেখ্য যে, মোঃ শওকত হোসেন রিয়াদ ফৌজদারহাট কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম হতে ২০১২ জেএসসি, টঙ্গী পাইলট স্কুল এন্ড কলেজ ২০১৪ এসএসসি এবং সফিউদ্দিন সরকার একাডেমি স্কুল এন্ড কলেজ ২০১৬ এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে সার্টিফিকেট অর্জন করে, চিকিৎসা সেবায় এমবিবিএস সার্টিফিকেট কোর্স অধ্যায়ন করার জন্য কাজাখস্তান গমন করেছিলেন।
আপনার মতামত লিখুন :