[gtranslate]

ক্রীড়ার মাধ্যমে তরুণ সমাজকে গড়ে তুলতে হবে-মোঃ সাইফুল ইসলাম শহীদ


প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৫, ৮:৪৪ অপরাহ্ন / ১৩৮
ক্রীড়ার মাধ্যমে তরুণ সমাজকে গড়ে তুলতে হবে-মোঃ সাইফুল ইসলাম শহীদ

শাহ সাহিদ উদ্দিন,
কুমিল্লা জেলা প্রতিনিধি-

কুমিল্লা দেবিদ্বার উপজেলা হিলফুল ফুজুল আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে দেবিদ্বার পৌরসভা আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবিদ্বার পৌরসভা বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহ-সচিব ডা. গোলাম জিলানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি ও দেবিদ্বার উপজেলা জাতীয় সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থী মোঃ সাইফুল ইসলাম শহীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামী’র সহ-সচিব অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়া, দেবিদ্বার উপজেলা জামায়াতে ইসলামী’র আমির অধ্যাপক শহিদুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামী’র আমির ফেরদৌস আহমেদ, পৌর সেক্রেটারি মোহাম্মদ অলিউল্লাহ, এবং রুস্তম খান ট্যুর অ্যান্ড ট্রাভেলস-এর স্বত্বাধিকারী সাংবাদিক রুস্তম খানসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মোঃ সাইফুল ইসলাম শহীদ বলেন, ক্রীড়া মানুষের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখা সম্ভব। আমাদের তরুণ প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ তাদের সঠিক পথে এগিয়ে নিতে ক্রীড়া ও সংস্কৃতি চর্চার বিকল্প নেই।” তিনি আরও বলেন, আমরা চাই দেবিদ্বারকে একটি শান্তিপূর্ণ, শিক্ষিত ও ক্রীড়াপ্রেমী পৌরসভা হিসেবে গড়ে তুলতে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও প্রসারিত হবে এটাই আমাদের প্রত্যাশা।” অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে নয়টি দল অংশগ্রহণ করে। পরবর্তীতে নয়টি দলের খেলোয়াড়দের মধ্যে ফুটবল ও টি-শার্ট বিতরণ করা হয়। দেবিদ্বার পৌরসভা আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ এর স্পন্সর করেন রুস্তম খান ট্যুর অ্যান্ড ট্রাভেলস-এর স্বত্বাধিকারী সাংবাদিক রুস্তম খান। জে/এ