ক্ষতিগ্রস্ত


প্রকাশের সময় : মার্চ ২০, ২০২৫, ১০:২৩ অপরাহ্ন / ২৪
ক্ষতিগ্রস্ত

জাসমিনা খাতুন

ওষুধ ও আশ্রয়ের অভাব রয়েছে; ধ্বংস হচ্ছে রোজ,
অঙ্গ-প্রত্যঙ্গ মাটিতে পড়ে কাতরাচ্ছে,
ধ্বংসস্তূপের প্রাচীরে বসে কাক ডাকছে রোজ।

জন্ম-মৃত্যুর অলীক আয়ু,
ক্ষতর আকাশে ক্ষতিগ্রস্ত; চোখ থেকে নিভে যাচ্ছে রোদ।

ক্ষুধাজমা চোখে যুদ্ধ-যুদ্ধ খেলা শুধুই শুরু হচ্ছে,
ভয় আর আতঙ্কে—জীবনের চেয়ে মৃত্যু ভালো, এই তসবি গুনছে রোজ।

কেউ শান্তি পাচ্ছে না।

ভালোবাসা, শ্রদ্ধা, শক্তি মাটিতে পড়ে,রক্তনহর গড়ছে—তাই দেখে শেয়াল হাঁকছে রোজ।

 

রামপুরহাট, বীরভূম, ভারত
২০/০৩/২০২৫


There is no ads to display, Please add some