খাগড়াছড়িতে পিকআপের ধাক্কায় প্রধান শিক্ষকের মৃত্যু


প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২২, ৮:৩০ অপরাহ্ন / ৩৭১
খাগড়াছড়িতে পিকআপের ধাক্কায় প্রধান শিক্ষকের মৃত্যু

 

মিলন ত্রিপুরা,খাগড়াছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় করুনাময় চাকমা নামে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আগামী ডিসেম্বর মাসে আনুষ্ঠানিক ভাবে বিদ্যালয় থেকে অবসর নেওয়ার কথা ছিল। হঠাৎ এমন ঘটনার কথা শুনে আত্মীয়-স্বজন, শিক্ষক ও ছাত্রছাত্রীদের মাঝে শোকের ছায়া দেখা যায়।

জানা যায়, আজ(১৪নভেম্বর) সকালে স্কুলে আসার সময় পিকআপ গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন শিক্ষক করুনাময় চাকমা। পরে স্থানীয় লোক জন খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নিয়ে গিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক অফিসার রিপল বাপ্পি চাকমা।

এ বিষয়ে জানতে চাইলে খাগড়াছড়ি সদর থানার ওসি আরিফুল ইসলাম বলেন, পিকআপ গাড়ির নাম্বার প্লেটসহ আমাদের হেফাজতে রয়েছে। মামলা প্রক্রিয়া চলমান রয়েছে। এখন পর্যন্ত গাড়ির চালক পলাতক । মৃত দেহটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।