খাগড়াছড়ির গুইমারা উপজেলায় কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত


প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০২২, ৭:২৩ অপরাহ্ন / ৫৮১
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

 

এম.জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলায়,
২ নং হাফছড়ি ইউনিয়ন পরিষদের হল রুমে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), ব্রি আঞ্চলিক কার্যালয় সোনাগাজী ফেনী, কৃষি গবেষণা কার্যক্রম জোরদারকরণ ও টেকসই ধান প্রযুক্তি উদ্ভাবন/উন্নয়ন কর্মসুচীর আওতায় আধুনিক ধান প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

 

৮ ডিসেম্বর-২০২২ খ্রি. বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), কৃষি গবেষণা কার্যক্রম জোরদারকরণ ও টেকসই ধান প্রযুক্তি উদ্ভাবন/উন্নয়ন কর্মসুচীর আওতায় আধুনিক ধান প্রযুক্তি হস্তান্তর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গুইমারার সহযোগিতায় হাফছড়ি ইউনিয়ন পরিষদের মিলনায়তনে এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

দিন ব্যাপি এ প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ ওঙ্কার বিশ্বাস।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), ফেনী আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. বিশ্বজিৎ কর্মকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), ফেনী আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র সাইন্টিফিক অফিসার, মো. নাঈম আহমেদ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), ফেনী আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র সাইন্টিফিক অফিসার, ড. মো. আদিল, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), ফেনী আঞ্চলিক কার্যালয়ের সাইন্টিফিক অফিসার, মো. আসিব বিশ্বাস, ২নং হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মংশে চৌধুরী ও গুইমারা উপজেলা সম্প্রসারণ অফিসার, জ্যোতি কিশোর বড়ুয়া প্রমুখ।

 

এ ছাড়া কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি অফিসার, আব্দুর রহিম মজুমদার, তুহিন চাকমা ও মো. সোলাইমান।
এতে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ১ ব্যাচে ৬০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।


There is no ads to display, Please add some