খাগড়াছড়ির মানিকছড়িতে জাতীয় সমবায় দিবস পালিত


প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২২, ৯:৩০ পূর্বাহ্ন / ৪১৪
খাগড়াছড়ির মানিকছড়িতে জাতীয় সমবায় দিবস পালিত

এম.জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মানিকছড়িতে ৫১ তম জাতীয় সমবায় দিবস-২০২২ খ্রি. উপলক্ষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, র‍্যালী ও আলোচনা সভা মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে।
১ নভেম্বর-২০২২ খ্রি. মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের মিলনাতনে উপজেলা নির্বাহী অফিসার, রক্তিম চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান, মো. জয়নাল আবেদীন।
বিশিষ্ট সমবায়ী, এম. জুলফিকার আলী ভূট্টো সঞ্চালনায়, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ মো. হাসিনুর রহমান, মানিকছড়ি থানার উপ-পরিদর্শক, শংকর মজুমদার, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের, উপজেলা ব্যবস্থাপক, মো. ফরিদুল আলম, উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেনারী সার্জন, রনি কুমার দে, মানিকছড়ি ইউআরসি ইন্সট্রাক্টর, মো. আসাদুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি, মো. সামায়উন ফরাজী সামু, স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার, মো. আইউবুর রহমান,
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, সুইচিংপ্রু মারমা, গৌতমী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের, সভাপতি, চিংলাপ্রু মারমা, মানিকছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, আবদুল মান্নান প্রমুখ।
এতে আরো উপস্থিত ছিলেন, তিনট্যহরী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, অগ্রণী যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, মানিকছড়ি কাঠ ও বাঁশ লোড-আনলোড শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড সদস্য সদস্যাসহ ও অন্যান্য সমিতির সদস্য এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।