খাগড়াছড়ির মানিকছড়িতে বিনামূল্যে বীজ বিতরণ


প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২২, ১১:৩৩ পূর্বাহ্ন / ৫৪৬
খাগড়াছড়ির মানিকছড়িতে বিনামূল্যে বীজ বিতরণ

খাগড়াছড়ির মানিকছড়িতে বিনামূল্যে বীজ বিতরণ

এম. জুলফিকার আলী ভূট্টো, খাগড়াছড়ি প্রতিনিধি-

পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় রবি মৌসুমে উপজেলায় অনাবাদি, পতিত ও সাময়িক পতিত জমিকে চাষের আওতায় আনায়নের জন্য মাননীয় প্রধামন্ত্রীর নিদের্শনার আলোকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি কর্তৃক তৈল জাতীয় (সরিষা) ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে।

১৬ নভেম্বর-২০২২ খ্রি. বুধবার বিকেলে উপজেলা টাউন হলের সামনে বিনামূল্যে বীজ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন আরা সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার, রক্তিম চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ অফিসার, ডা. সূচয়ন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ মো. হাসিনুর রহমানসহ উপ-সহককরী কৃষি অফিসার ও বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকগণ উপস্থিত ছিলেন।
এ সময় প্রতি কৃষক পরিবার প্রতি ১ কেজি করে মোট ৪০ জন কৃষকের মাঝে ৪০ কেজি সরিষা বীজ বিতরণ করা হয়।