খাগড়াছড়ির মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচে মেহেরপুর চ্যাম্পিয়ন


প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২২, ১১:৫১ পূর্বাহ্ন / ৪৭৫
খাগড়াছড়ির মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচে মেহেরপুর চ্যাম্পিয়ন

 

এম.জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

ঐতিহাসিক মেহেরপুর স্পোটিং ক্লাব বনাম খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ঢাকাইয়া শিবির সূর্য তরুণ স্পোটিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ফুটবল ম্যাচ।
এ খেলায় ৩-০ গোলে ঢাকাইয়া শিবির সূর্য তরুণ স্পোটিং ক্লাবকে হারিয়ে, মেহেরপুর স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করেন।
২০ অক্টোবর মেহেরপুর জেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান, এম. এ. খালেক মেহেরপুর স্পোটিং ক্লাবের খেলোয়াড়দের নিয়ে ব্যক্তিগত সফরে খাগড়াছড়ি জেলায় সফরে আসেন। এ উপলক্ষে মানিকছড়ি উপজেলার বাটনাতলীতে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেন, ঢাকাইয়া শিবির সূর্য তরুণ স্পোটিং ক্লাব।
২১ অক্টোবর-২০২২ খ্রি. শুক্রবার বিকেলে ঢাকাইয়া শিবির সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিত প্রীতি ফুটবল ম্যাচে হাজারো ফুটবল প্রেমী মানুষের পদভারে মূখরিত পরিবেশে দু’দলের মনোমুগ্ধকর খেলায় ৩-০ গোলে মেহেরপুর স্পোটিং ক্লাব জয়লাভ করেন।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি, মো. জয়নাল আবেদীন। প্রধান অতিথি ছিলেন, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম. এ.খালেক, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য, মো. মাঈন উদ্দীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোহাম্মদ শাহনূর আলম, বাটনাতলী ইউপি চেয়ারম্যান,ড় মো. আবদুর রহিম, বাটনাতলী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি, মো. আবদুল হামিদ, উপজেলা যুবলীগ সভাপতি, দমো. সামায়উন ফরাজী সামু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, মো.জাহাঙ্গীর আলম প্রমূখ।