খুলনায় আগামী ১৯ জুলাই ফারিয়ার নির্বাচন


প্রকাশের সময় : জুলাই ৫, ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন / ৫৯
খুলনায় আগামী ১৯ জুলাই  ফারিয়ার নির্বাচন

শহিদুল্লাহ্ আল আজাদ.স্টাফ রিপোর্টারঃ

খুলনায় ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) খুলনা মহানগর শাখার নির্বাচন আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হবে। একই দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে খুলনাস্থ ফার্মাসিউটিক্যালস্ সদস্যদের পারিবারিক মিলনমেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।

আয়োজন সফল করার লক্ষ্যে ফারিয়া নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ও এক্সিকিউটিভ ক্লাবের সাধারণ সম্পাদক পান্না শেখ এর সভাপতিত্বে এবং ফার্মাসিউটিক্যালস ম্যানেজারস্ ফোরামের সভাপতি নাসির উদ্দিনের সঞ্চালনায় গত ৪জুন বৃহস্পতিবার রাত দশটায় নগরীর একটি রেস্টুরেন্টে ম্যানেজারস্ ফোরাম ও ফারিয়া নেতৃবৃন্দের সাথে নির্বাচন কমিশনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন ম্যানেজারস্ ফোরামের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শান্ত, সাংগঠনিক সম্পাদক রমজান আলী, সহ-সভাপতি তৈয়্যবুর রহমান, মোজাম্মেল হোসেন ও কামরুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক মাহমুদুল হক, অর্থ-সম্পাদক আতাউর রহমান, ফারিয়া আহ্বায়ক মাহমুদুর রহমান ফয়সাল, আহসান হাবিব, মোরশেদ, আলামীন, মাহিদুল হক, জসিমউদদীন, আতিকুজ্জামান,আনন্দ বিশ্বাস সহ ফারিয়ার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। সভায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী, ফারিয়া নির্বাচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফলের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।


There is no ads to display, Please add some