খুলনায় পিতাকে হত্যার দায়ে মায়ের করা অভিযোগে মেয়ে গ্রেপ্তার


প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৪, ১১:২৮ অপরাহ্ন / ৭৩
খুলনায় পিতাকে  হত্যার দায়ে মায়ের করা অভিযোগে মেয়ে গ্রেপ্তার

 

শহিদুল্লাহ আল আজাদ. চীফ রিপোর্টারঃ
খুলনায় স্বামী হত্যার অভিযোগ তুলে নিজের ছোট মেয়েসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন মা ফারজানা আফরিন (৪১)। মামলার আসামী বাদীর নিজের ছোট মেয়ে। ১৫ জুলাই সোমবার নগরীর দৌলতপুর থানায় মামলাটি দায়ের করা হয়। বাদী ফারজানা আরফিন মামলার এজাহারে তার স্বামী শেখ হুমায়ুন কবিরকে ছোট মেয়ে ঘুমের ওষুধ খাইয়ে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে। মেয়ে এ ঘটনা তাদের কাছে স্বীকার করেছে বলে তিনি দাবি করেছেন।ফারজানা আরফিন ঘটনার বর্ণনা দিয়ে বলেন, গত ৩ জুলাই রাত ১০টা থেকে পরদিন সকাল ০৪ জুলাই এ ঘটনা ঘটে।
তিনি বলেন, বাবা মেয়েকে শাসন করতো-তাই রাগের বশবতী হয়ে রাতের খাবার ও পানির সঙ্গে ওষুধ মিশিয়ে ছোট মেয়ে তার বাবা হুমায়ুন কবিরকে অজ্ঞাতনামা ২/৩ জন মিলে হত্যা করেছে। তার (স্বামী) বাম হাতের বাহুতে দুটি ছিদ্র ও হাতে রক্ত ছিল বলেও তিনি দাবি করেন। তিনি স্বামীর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের জন্য স্বামীর লাশ কবর থেকে উত্তোলন ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রবীব কুমার বিশ্বাস বলেন, শেখ হুমায়ুন কবিরকে হত্যার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাবার হত্যাকারী অভিযোগে মেয়ে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে বাবা হত্যার ঘটনা পুলিশের কাছে স্বীকার করেছে। তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।


There is no ads to display, Please add some