আমতলী (বরগুনা) প্রতিনিধি।
আগামীকাল (১০ ডিসেম্বর) ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পূর্ব ঘোষিত গণ- সমাবেশে যোগ দিতে বরগুনার আমতলী ও তালতলী উপজেলার সহা¯্রাধিক নেতা- কর্মীরা ঢাকায় গিয়েছেন।
জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ১০ ডিসেম্বর ঢাকায় গণ-সমাবেশের আয়োজন করেছে। ওই সমাবেশে যোগ দিতে আমতলী ও তালতলী উপজেলা বিএনপি ও সকল অংঙ্গ সহযোগী সংগঠনের সহা¯্রাধিক নেতা- কর্মীরা ঢাকায় পৌছেছেন বলে দলীয় একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছেন।
গত ৪দিন পূর্ব থেকে আমতলী ও তালতলী উপজেলার নেতা-কর্মীরা যাত্রীবাহি বাস, মাইাক্রোবাস, মালবাহী ট্রাক, পিকআপ ও প্রাইভেটকারে চেপে যে যার মত করে ঢাকা গিয়েছেন। এদের মধ্যে অনেকে আবার পুলিশের চেক পোস্টে তল্লাশির স্বীকারও হয়েছেন। ঢাকায় তারা তাদের আত্মীয়- স্বজন, বন্ধু- বান্ধব ও শুভাকাঙ্খিদের বাসায় ও রুমে উঠেছেন।
আজ (শুক্রবার) সকালে ঢাকায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওই দু’উপজেলা থেকে যাওয়া অসংখ্য বিএনপি’র নেতা-কর্মীদেরকে দেখা গেছে এবং ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আপলোড করেছেন।
আমতলী উপজেলা বিএনপি’র আহবায়ক জালাল উদ্দিন ফকির মুঠোফোনে বলেন, গত চার দিন পূর্বে তিনি দলের সিনিয়র নেতৃবৃন্দদের সাথে নিয়ে গণ-সমাবেশে যোগ দিতে ঢাকায় গিয়েছেন। তিনি আরো জানান, আজকে দুপুর পর্যন্ত প্রায় ৬ শতাধিক নেতা- কর্মী নিজ উদ্যোগে গণ-সমাবেশে যোগ দিতে ঢাকায় পৌছেছেন বলে তিনি নিশ্চিত করেছেন।
তালতলী উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ শহিদুল হক বলেন, তালতলীর ৭টি ইউনিয়ন থেকে ৪ শতাধিক নেতা- কর্মীরা গণ-সমাবেশে যোগ দিতে ঢাকায় এসেছেন।
আপনার মতামত লিখুন :