কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
গতকাল গভীর রাতে হঠাৎ করে কলকাতায় থেকে থেকে দেখা গেছে উল্কাবৃস্টি। এবং এই উল্কাবৃস্টি কলকাতার দক্ষিণ আকাশ থেকে ধেয়ে গিয়ে দুই চব্বিশ পরগনা জেলার উপর দিয়ে গিয়ে দুই মেদিনীপুর জেলার কাছে গিয়ে শেষ হয়ে। এবং এই উল্কাবৃস্টি কলকাতার দক্ষিণ আকাশে দেখা গেলেও তা উপভোগ করতে পেরেছেন সূদুর বাঁকুড়া জেলার মানুষ। তবে জ্যোতির্বিজ্ঞানী সন্দ্বীপ চক্রবর্তী জানান যে কলকাতার দক্ষিণ আকাশে দেখা যাওয়া আলোর মুখ তা আসলে উল্কাবৃস্টি একটি খন্ড হতে পারে। এই উল্কাবৃস্টি মাঝে মাঝে দেখা যায় বিভিন্ন যায়গায়। তবে কারও মতে এটি হয়তো রকেট হতে পারে। কেউ বলছেন যে এটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার জন্য পাঠানো রকেট হতে পারে। তবে এই আলোর পিন্ড কেউ দেখেন সন্ধ্যা ৫.৩০,মিনিটে। কেউ দেখেছেন রাত ১২,টা, নাগাদ। তবে এই উল্কাবৃস্টি কলকাতার মানুষ উপভোগ করেছেন।।
আপনার মতামত লিখুন :