গাইবান্ধায় এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত


প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৪, ১০:২৩ অপরাহ্ন / ১২৩
গাইবান্ধায় এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

 

সাজাদুর রহমান সাজু
স্টাফ রিপোর্টার

 

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পলল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার বিকেলে গাইবান্ধায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির উদ্যোগে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির রংপুর বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সাবেক এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। জেলা জাতীয় পার্টির সভাপতি মো. সরওয়ার হোসেন শাহিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাপা কেন্দ্রীয় নেতা আতাউর রহমান আতা, সুন্দরগঞ্জের পৌর মেয়র জাপা নেতা আব্দুর রশীদ সরকার ডাবলু, জাপা কেন্দ্রীয় সদস্য মো. আব্দুর রাজ্জাক মন্ডল,জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি হাসান কবির তোতা, জাপা নেতা একেএম নুরুন্নবী সরকার মিটুল, আলমগীর মন্ডল, জাহিদুল ইসলাম সূর্য্য,আব্দুল মান্নান মন্ডল, আজিজুল ইসলাম বিএসসি,আব্দুল জলিল সরকার, আবু সায়েম মোক্তার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাজী মো. মশিউর রহমান। শেষে হুসেইন মুহম্মদ এরশাদের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বক্তারা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পলস্নীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জীবনের উপর দিকনির্শেনামূলক আলোচনা করেন। আগামীতে জাতীয় পার্টি সারাদেশে শক্তিশালী হয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে বলে তারা উল্লেখ করেন।


There is no ads to display, Please add some