সাজাদুর রহমান সাজু,
স্টাফ রিপোর্টার-
গাছ লাগাই, পরিবেশ বাঁচাই” এই প্রতিপাদ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১০০ শিক্ষার্থীর মাঝে উপহার স্বরুপ ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (১৪ জুলাই) দুপুরে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এস.এস.সি ২০১৪ ব্যাচের আয়োজনে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারঃ) মোকাররম হোসেন রানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন গোবিন্দগঞ্জ পৌরসভার সম্মানিত মেয়র জনাব মুকিতুর রহমান রাফি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক শাকিল আলম বুলবুল।
বৃক্ষ বিতরণের কর্মসূচিকে স্বাগত জানিয়ে মেয়র মুকিতুর রহমান রাফি বলেন, বিশ্বমন্ডলে প্রতিবছর উত্তাপ বাড়ছে। এটি নিয়ন্ত্রণে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। ২০১৪ ব্যাচের প্রাক্তন ছাত্ররা বর্তমান শিক্ষার্থীদের সচেতন করে বৃক্ষ রোপণে উদ্বুদ্ধ করছে। সেই সাথে শিক্ষার্থীদের বৃক্ষের চারা দিয়েছে। এটি সময়োপযোগী একটি উদ্যোগ।
উপজেলা চেয়ারম্যান শাকিল আলম বুলবুল বলেন, আমাদের সবার উচিত ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য একটি পৃথিবী গড়ে তোলা। এজন্য বৃক্ষরোপণের কোন বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন আমেরিকান প্রবাসী একেএম টি ইসলাম বিদ্যুৎ, শিক্ষক নজরুল ইসলাম, জুলফিকার কবির, রেজাউল করিম, গোলাম রব্বানী রানু, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোফাজ্জল আকন্দ, বিশিষ্ট ইট ভাটা ব্যবসায়ী হারুন উর রশিদ, উপজেলা ছাত্রলীগ নেতা সজীব ইসলাম, ওয়ালিদ সহ আরও অনেকে। ২০১৪ ব্যাচের শিক্ষার্থী সানোয়ার হোসেন দিপুর তত্ত্বাবধানে অনুষ্ঠানটির সঞ্চালনা করেন অলিউর রহমান অলি।
আপনার মতামত লিখুন :