আলিম আহমেদ
গাছ লাগান পরিবেশ ধ্বংস
থেকে গাছ বাঁচাই,
প্রকৃতি আজ সৃষ্টি সমারোহ
আজ গাছ লাগাই।
গাছ লাগাই গাছ গুলো
রূপণ সবাই করি,
হাতে হাত রেখে কাধে
পরিবেশ মোরা গড়ি।
পরিবেশ মুক্ত দেশ গড়ি
ভালো রবে প্রকৃতি,
চারা গাছ রূপণ করি
করো নাকো ক্ষতি।।
গাছ গুলো সৃষ্টি প্রকৃতি
রহমতেরই দান,
সৃষ্টি কূলের প্রকৃতি গাছ
বাঁচাই তাদের প্রান।
গাছ আমাদের ছায়া দেয়
সবকিছু তাহার সৃষ্টি,
পানি ছাড়া বাঁচে না গাছ
আকাশে নেয় কোন বৃষ্টি।
আপনার মতামত লিখুন :