[gtranslate]

গাজীপুরে কোনাবাড়ীর ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাত ইউনিট


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন / ৯৯
গাজীপুরে কোনাবাড়ীর ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাত ইউনিট
ডেস্ক রিপোর্ট :

গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রথমদিকে পাঁচটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালালেও পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় রাত সাড়ে ৯টার দিকে কাশিমপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। ফলে মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর হঠাৎ করে গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাত সোয়া ১০টা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে তৎপরতা চালিয়ে যাচ্ছিলেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।